মরণঘাতি করোনায় আক্রান্ত হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে তিনি গত ১১এপ্রিল তার টাইমলাইনে আবেগঘন একটি স্টাটাস দিয়েছেন। তার দেওয়া স্টাটাসটি হুবহু তূলে ধরা হলো-
মৃত্যু ভয়??
না আমার নেই।
আমি ভেঙে পড়িনি।
ভেঙে পড়েছে আমার পরিবার। যারা আমাকে অনেক ভালবাসে। যারা আমার ছুটির পথ চেয়ে দিন গুনছে প্রতিটা মুহুর্ত। যারা দূর থেকে আমার কার্যক্রম দেখে টেনশন করে।
ভেঙে পড়েছে আমার দাদী যে বয়সের ভারে বিছানায়, যে কিনা ছোটবেলায় মায়ের মৃত্যুর পর মায়ের ভূমিকা পালন করেছেন। দিনরাত চোখের পানি ফেলে সৃষ্টিকর্তার কাছে আমার জন্য প্রার্থনা করে যাচ্ছেন।
ভেঙে পড়েছে তারা যাদের পড়ালেখার খরচ আমার আয়ের উপর নির্ভর করে।
সবার মত আমিও আমার পরিবারের কাছে সবচেয়ে প্রিয়। আমার জন্য তাদের খারাপ চিন্তাও আমাকে কষ্ট দেয়। তেমনি আমিও চাই আমার পরিবার ভাল থাকুক, সুস্থ থাকুক।
ভাল থাকুক প্রিয় দেশ।
ভাল থাকুক পুরো পৃথিবী।
0 Comments