করোনায় আক্রান্ত রাঙামাটির খ্যাইনুমং মার্মার আবেগময় স্ট্যাটাস



রাঙামাটির কাউখালি উপজেলার তারাবুনিয়া এলাকার সন্তান খ্যাইনুমং মার্মা, নারায়নগঞ্জের ডায়াবেটিক সমিতি নার্সিং ইনস্টিটিউট এ কর্মরত । আর সেখানেই চিকিৎসা সেবা দিতে গিয়ে আক্রান্ত হয় করোনায়। গত ৪ এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক আবেগঘন স্ট্যাটাস দেন তিনি ।তার স্ট্যাটাসটি তুলে ধরা হলোঃ----

আমরা স্বাস্থ্য কর্মী বলে বাসায় বসে থাকতে পারিনা।তাই রোগীদের সেবায় যখন জরুরি কাজে রাস্তায় বের হতে বাধ্য হয় তখন মনে হচ্ছে রাস্তার দুই পাশ থেকে লাশের গন্ধ ভেসে আসছে।মনে হচ্ছে মৃত্যর খুব কাছাকাছি চলে আসছি।আর যতই পরিবারের মানুষের সাথে কথা বলি ততই কান্না এসেই পড়ে।আর এক্স কে খুব মিস করি।বন্ধু,বড় ভাইদের কথা মনে পড়লে খুব কান্না পায়।মনে হচ্ছে আর কারও সাথে কোনদিন দেখা হবেনা। আর পরিবারদের কথা মনে পড়লে কান্না থামাতে পারিনা।এক্সের কথাইতো আর বললাম না।এই কষ্টতাই সবসময় পেতে পেতে অভ্যাস হয়ে গেছে।ভিতরে ভিতরে চুপি চুপি রাত্রে যে কতবার কান্না করি।কতরাত যে বালিশ ভিজে,তার কোন গণনা নেই।সবচাইতে বেশি কষ্ট দেয় সেটা হচ্ছে পরিবার এত কষ্ট করে পরাশোনা করিয়ে এই পর্যন্ত নিয়ে আসল,কিন্তু প্রতিষ্ঠিত হতেই না হতে যদি এই পৃথিবী ছেড়ে চলে যায়।পরিবার আমার থেকে কত কিছু আশা করে।আর আমি যদি অকালে এভাবে হারিয়ে যায়।তাও আবার এমন একটি পরিস্থিতিতে। যে পরিস্থিতিতে কেউ লাশ দেখারও সুযোগ নেই। কিন্তু যখন সবার সাথে কথা বলি তখন বলি যে, কোন চিন্তা করবেন না,সব ঠিক আছে।আর সব ঠিক হয়ে যাবে।উপরওয়ালা যা করেই ভালোই করেন।ওনি সব ঠিক করে দেবেন।
#করোনার_ফ্যাক্ট_(নিজের_মনের_মধ্যে_করোনা_ভাইরাসের_অনুভূতি_নিয়ে_চিন্তা_করলাম_তাছাড়া_হালকা_জ্বর_শরীর_দুর্বল_মাথাব্যথা)।
#পারলে_সবাই_আমার_আমার_পরিবার_আমার_সব_কাছের_ও_প্রিয়_মানুষ_এবং_পৃথিবীর_সবার_জন্য_আশীর্বাদ_করবেন।
#আর_সবাই_সাবধানে_থাকবেন।
#করোনা_ভাইরাসের_প্রতিরোধে_সরকার_যা_যা_নিয়ম_করেছে_দয়া_করে_সবাই_সব_নিয়ম_মেনে_চলবেন।
#সবাই_ভালো_থাকবেন_সুস্থ_থাকবেন।



Post a Comment

0 Comments